কিভাবে ইন্সটল করবেন?
Most easy setup in 2 minutes.
Download WMouseXP from http://github.com/ykasidit/WMouseXP/archives/master
Extract the ZIP archive to some folder on your PC.
Start your computer's Bluetooth. Make sure your PC's Bluetooth is plugged-in & started in the system-tray. (or if your Notebook has internal Bluetooth - start it using its assigned Fn+ bluetooth button or hardware bluetooth/wireless button)
Note: WMouseXP is compatible with PC Bluetooth running on Toshiba, BlueSoleil, Microsoft or Broadcom/WIDCOMM Blueooth Stacks/Drivers (ask your computer store about that).
Double-click Start_WMouseXP.bat
Press the "Send & Install on phone" button to send the Mobile-Side program to your mobile phone and install it there. (Make sure your phone's Bluetooth is ON and discoverable - "Show to all".)
কিভাবে দুটি পার্টিশনকে(ড্রাইভ) একটি পার্টিশন(ড্রাইভ) বানাবেন?
২১ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
প্রথমে যে জিনিসটি মনে রাখবেন তা হল কিছু কিছু ক্ষেত্রে পার্টিশন জোড়া দেওয়ার প্রয়োজন নেই।পার্টিশনে যদি গুরুত্বপূর্ণ কিছু না থাকে তা হলে শুধু পার্টিশন ডিলিট করে resize/move করে unallocated space পার্টিশনের সাথে নিয়ে আসতে পারেন।
এখন আমি দেখাব কিভাবে দুটি পার্টিশন জোড়া দিবেন-
এখন আমি দেখাব কিভাবে দুটি পার্টিশন জোড়া দিবেন-
কিভাবে হার্ডডিস্কের পার্টিশনে খালি জায়গা বাড়াবেন?
২০ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
অনেক সময় আমাদের হার্ডডিস্কের কোনো পার্টিশনে নানা কারনে খালি জায়গা কমে যায়।তখন অন্য কোন পার্টিশন থেকে খালি জায়গা(ফ্রী স্পেস) আনার প্রয়োজন হয়।অনেকে ঝামেলা মনে করে একাজ করতে চায় না।তবে এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর ব্যবহার করে একাজটি খুব সহজে করা যায়।
নিচের কয়েকটি ধাপে তা সহজে দেখানো হলঃ
১.কোন ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তা ঠিক করে নিন।
২.কোন ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তা ঠিক করে নিন।
৩.কি পরিমান খালি জায়গা আপনার দরকার তা বের করে নিন।
এখন এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর খুলুন।মেইন উইন্ডোতে বামপাশের সাইডবারে “increase free space” ক্লিক করুন।
নিচের কয়েকটি ধাপে তা সহজে দেখানো হলঃ
১.কোন ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তা ঠিক করে নিন।
২.কোন ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তা ঠিক করে নিন।
৩.কি পরিমান খালি জায়গা আপনার দরকার তা বের করে নিন।
এখন এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর খুলুন।মেইন উইন্ডোতে বামপাশের সাইডবারে “increase free space” ক্লিক করুন।
How to Format your pen drive in NTFS?
১৩ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
how to run your pc faster?
১২ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
১।start>run এ গিয়ে টাইপ করুন msconfig.এখন system configuration utility নামে উইন্ডো ওপেন হবে।সেখান থেকে স্টার্ট আপএ ক্লিক করুন।startup item থেকে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বাদ দিয়ে দিন।তাহলে পিসি দ্রুত বুট হবে।
msconfig |
ডাউনলোড করুন ARTISTEER ক্র্যাক সহ
৭ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
কিভাবে ফুল ভার্সন হিসেবে ব্যবহার করবেনঃ
১.ডাউনলোড কৃত ফাইলটি hjsplit দিয়ে জোড়া লাগান।
২.তারপর upzip করুন।
৩. upzip করা ফোল্ডারে দেখবেন দুটি ফাইল আছে।১টি ARTISTEER ইন্সটলার ফাইল,অপরটি Artisteer.2.4.0.24559_UnREal নামে ১টি rar ফাইল।
১.ডাউনলোড কৃত ফাইলটি hjsplit দিয়ে জোড়া লাগান।
২.তারপর upzip করুন।
৩. upzip করা ফোল্ডারে দেখবেন দুটি ফাইল আছে।১টি ARTISTEER ইন্সটলার ফাইল,অপরটি Artisteer.2.4.0.24559_UnREal নামে ১টি rar ফাইল।
নতুন লাইসেন্স নবায়ন করার জন্য সতর্কতা!!
৪ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
- ব্যাংক কর্মকর্তা বা বিআরটিএর পরিচয়পত্রবিহীন কারও সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।
- ব্যাংক বা পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার কাগজে ব্যাংক কর্মকর্তা বা পোস্টমাস্টার ও অপারেটর উভয়ের স্বাক্ষর ও সিল আছে কি না, কাউন্টার ত্যাগের আগে চেক করুন।
- ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার কাগজ সংরক্ষণ করুন।
- আপনার মোটর ড্রাইভিং লাইসেন্স মোটরযানের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ, রুট পারমিট ট্যাক্স টোকেন ভুল কি না, তা যাচাই করুন। প্রয়োজনীয় সব কাগজের ফটোকপি করে সংরক্ষণ করুন।
- মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে হলে বিআরটিএর অনুমতি নিতে হবে।
কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন?
by dreamer |
0
মন্তব্য(গুলি)
নিয়ম-কানুন মেনে আইন অনুযায়ী গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স মেয়াদ-উত্তীর্ণ হয়ে গেলে নতুন করে নবায়ন করে নিতে হয়। বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ড্রাইভিং লাইসেন্স একবার তৈরি করে নিলে সারা জীবন বৈধভাবে গাড়ি চালানো যায় না। নির্দিষ্ট সময় পর এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ হলে নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নিতে হবে। এ জন্য তিনি কিছু প্রয়োজনীয় তথ্য দিয়েছেন।
ইউএসবি ড্রাইভ থেকে উইন্ডোজ ৭ সেটআপ
by dreamer |
0
মন্তব্য(গুলি)
নোটঃ ইউএসবি ড্রাইভে মিনিমাম 8 গিগাবাইট(চার) জায়গা থাকতে হবে। আর অবশ্যই আপনার প্রয়োজনীয় ফাইল গুলো ব্যাকআপ করে নিন।বায়োস থেকে ইউএসবি কে বুট হিসেবে ঠিক করে নিন।
১।এজন্য আপনার লাগবে Windows7-USB-DVD-tool।না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।যদি উইন্ডোজ এক্সপি থেকে করতে চান তাহলে আর একটি সফটওয়্যার চাইতে পারে তা হল Image Mastering API।এটি ডাউনলোড করুন এখান থেকে।
অপেরা ইউনাইট কি? & কিভাবে ব্যবহার করবেন?
১ ডিসে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
অপেরা ইউনাইট সাম্প্রতিক মুক্তি পাওয়া অপেরা ১০ ব্রাউজারে যুক্ত হওয়া একটি নতুন বৈশিষ্ট।এটি আপনার ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারে পরিনত করবে যার ফলে আপনি ব্রাউজিংয়ের পাশাপাশি বন্ধুদের সাথে ফাইল শেয়ারিং,চ্যাট,মেসেজ পাঠাতে পারবেন এমনকি ওয়েব সাইট হোস্ট করতে পারবেন।
সহজ উদাহরনে বলি আপনি কোনো ফাইল আপনার বন্ধুর সাথে শেয়ার করতে হলে প্রথমে কোনো ফাইল হোস্টিং সাইটে আপলোড করেন তারপর সেই লিঙ্ক আপনার বন্ধুকে দেন যেটা ব্যবহার করে পরে সে ফাইলটা ডাউনলোড করবে।কিন্তু অপেরা ইউনাইট দিয়ে ফাইলটি সরাসরি আপনার কম্পিউটার থেকে শেয়ার করতে পারবেন।সোজা কথায়
অপেরা ইউনাইট কম্পিউটার থেকে সরাসরি ফাইল শেয়ার এর সুবিধা দিয়ে ফাইল আপলোডের বিষয়টি অপ্রয়োজনিয় করে তুলেছে।
সহজ উদাহরনে বলি আপনি কোনো ফাইল আপনার বন্ধুর সাথে শেয়ার করতে হলে প্রথমে কোনো ফাইল হোস্টিং সাইটে আপলোড করেন তারপর সেই লিঙ্ক আপনার বন্ধুকে দেন যেটা ব্যবহার করে পরে সে ফাইলটা ডাউনলোড করবে।কিন্তু অপেরা ইউনাইট দিয়ে ফাইলটি সরাসরি আপনার কম্পিউটার থেকে শেয়ার করতে পারবেন।সোজা কথায়
অপেরা ইউনাইট কম্পিউটার থেকে সরাসরি ফাইল শেয়ার এর সুবিধা দিয়ে ফাইল আপলোডের বিষয়টি অপ্রয়োজনিয় করে তুলেছে।
কোথায় পাবেন মাংস কাটার যন্ত্র?
১০ নভে, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
ঈদে মাংসের নানা রকম খাবার তৈরি হবেই। তবে তার আগে প্রয়োজন নির্দিষ্ট আকারে মাংস টুকরো করে কেটে নেওয়া। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন চপার (মাংসের কিমা করার জন্য), স্লাইসার (মাংস টুকরা করে কাটার জন্য), চপার ব্লেন্ডার (মাংস ব্লেন্ড করার জন্য), ছুরি, শিক, বারবিকিউ মিনসার (বিভিন্ন ধরনের আকারে মাংস কিমা করা যায়), গ্রিল (যেকোনো ধরনের কাবাব করার জন্য), ফুড প্রসেসর (মাংস কিমা এবং সবজি কাটা যায়), হ্যামার, ইলেকট্রিক গ্রিল, চারকোল, কাঁচি, দা, বঁটি, চপার বোর্ড (শিক কাবাব করার জন্য)—এসব সামগ্রী।
লোকেশন:
Bangladesh
How to collect your certificate?
১৯ অক্টো, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
প্রতিদিন শিক্ষা বোর্ডে অনেকে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। কেউ সনদ তুলতে, কেউ বা হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া সনদ পুনরায় তুলতে। কেউ আসেন ভুল সংশোধন করতে। সেটি নামের ভুল হতে পারে, হতে পারে জন্মতারিখের ভুলও। চলুন জেনে নিই শিক্ষা বোর্ড থেকে আপনি আপনার সনদ কখন পাবেন? কোথায় পাবেন? খরচাপাতিই বা কেমন পড়বে ইত্যাদি। এসব তথ্য জানালেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) তপন কুমার সরকার।
একাডেমিক ট্রান্সক্রিপট
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করলে আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে (যে বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন) একটি নম্বরপত্র পাবেন। এখন এটি একাডেমিক ট্রান্সক্রিপট নামে পরিচিত। এই সনদে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর উল্লেখ থাকে। একাডেমিক ট্রান্সক্রিপট পরীক্ষার ফল প্রকাশের ১০ থেকে ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। সেখান থেকে শিক্ষার্থীদের তা তুলে নিতে হয়। এ জন্য শিক্ষার্থীকে কোনো ফি দিতে হয় না। তবে খরচ বাবদ পরীক্ষার ফরম পূরণের সময় ৩৫ টাকা বোর্ড নিয়ে থাকে।
একাডেমিক ট্রান্সক্রিপট
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করলে আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে (যে বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন) একটি নম্বরপত্র পাবেন। এখন এটি একাডেমিক ট্রান্সক্রিপট নামে পরিচিত। এই সনদে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর উল্লেখ থাকে। একাডেমিক ট্রান্সক্রিপট পরীক্ষার ফল প্রকাশের ১০ থেকে ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। সেখান থেকে শিক্ষার্থীদের তা তুলে নিতে হয়। এ জন্য শিক্ষার্থীকে কোনো ফি দিতে হয় না। তবে খরচ বাবদ পরীক্ষার ফরম পূরণের সময় ৩৫ টাকা বোর্ড নিয়ে থাকে।
ডাকটিকিটের যত্নআত্তি
২৭ সেপ, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
১৮৪০ সালে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ইংল্যান্ডে। ডাক মাসুল আদায়ের লক্ষ্যে টিকিটের জন্ম হলেও দিন কয়েকের মধ্যেই এই কাগুজে বস্তুটি সংগ্রহ অসংখ্য মানুষের শখে পরিণত হয়। অনেক রাজা-বাদশারও শখ হয়ে ওঠে ডাকটিকিট সংগ্রহ। তাই তো বলা হয়ে থাকে, ‘শখের রাজা, রাজার শখ’।
How to get a valid eset user name & password?
২৬ সেপ, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
১. প্রথমে 10minutemail.com এ যান।ওয়েব সাইটা খোলার সাথে সাথে ১০মিনিটের জন্য ১টি টেম্পরারি ইমেইল ঠিকানা পাবেন।
১০মিনিটের |
সিপিইউর জন্য বিকল্প পাওয়ার বাটন
১৬ আগ, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
পাওয়ার বাটন |
ডোমেইন কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন
২৫ জুল, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
কারো মাধ্যমে না কিনে সরাসরি অথরাইজড রিসেলার প্রতিষ্ঠান থেকে রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্ট্রেশন কৃত ডোমেইন কেনার সময় আপনার মালিকানার প্রমান স্বরুপ কাগজ পত্র বুঝে নিন।
রেজিষ্ট্রেশনের সময় ডোমেইনের সিপ্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড বুঝে নিন।
whois রেকর্ডে ডোমেইনের মালিক হিসেবে আপনার নাম দেখাচ্ছে কিনা তা সার্চ করে দেখুন।
.bd ডোমেইন রেজিষ্ট্রেশন করার জন্য বিটিসিএল অফিসে যোগাযোগ করুন।
ডোমেইন সার্চ করার জন্য ভিজিট করুন-whois.com,godaddy.com ইত্যাদি।
রেজিষ্ট্রেশন কৃত ডোমেইন কেনার সময় আপনার মালিকানার প্রমান স্বরুপ কাগজ পত্র বুঝে নিন।
রেজিষ্ট্রেশনের সময় ডোমেইনের সিপ্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড বুঝে নিন।
whois রেকর্ডে ডোমেইনের মালিক হিসেবে আপনার নাম দেখাচ্ছে কিনা তা সার্চ করে দেখুন।
.bd ডোমেইন রেজিষ্ট্রেশন করার জন্য বিটিসিএল অফিসে যোগাযোগ করুন।
ডোমেইন সার্চ করার জন্য ভিজিট করুন-whois.com,godaddy.com ইত্যাদি।
বর্ষায় বৈদ্যুতিক যত্নের যত্ন
২১ জুল, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
ইলেক্ট্রনিক্স |
নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রের তালিকায় রয়েছে, রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা প্রভৃতি।
বর্ষাকালে সাধারণত রেফ্রিজারেটরের বাইরের আবরণ ঘেমে যায়। এই ঘাম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর যেহেতু আবহাওয়া কিছুটা ঠান্ডাই থাকে, তাই ফ্রিজের ভেতরের তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে হবে।
ফ্রিজের নিচের দিকে স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। এ জন্য এর নিচে শক্ত কোনো কাগজ, কাঠ কিংবা টুল-জাতীয় কিছু দেওয়া যেতে পারে, যাতে মেঝের স্যাঁতসেতে ভাবের কোনো প্রভাব এর ওপর না পড়ে।
দেয়াল ভেজা বা স্যাঁতসেঁতে থাকার কারণে বর্ষাকালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে পাওয়ার লাইন থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
How to buy a lappy?
১৭ জুল, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
তথ্যপ্রযুক্তির বিবর্তনের সাথে সাথে কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আকার দিন দিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে৷ দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারকারীদের প্রথম পছন্দ ক্ষুদ্রাকৃতির উচ্চগতিসম্পন্ন কম্পিউটার৷ ব্যস্ত নগরজীবনে অভ্যস্ত ব্যক্তিরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করে থাকে৷ আকারে ক্ষুদ্র এবং সহজে বহনযোগ্য হওয়ার কারণে ল্যাপটপের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে৷ শীর্ষস্থানীয় প্রায় সকল ব্র্যান্ড কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানই বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ প্রস্তুত করছে৷ যখন কোন ক্রেতা যাচাই করেন যে কোন ক্যাটাগরির ল্যাপটপটি তার জন্য উপযুক্ত, তখনই বিচারের মাপকাঠি হয়ে দাড়ায় স্পেসিফিকেশন৷ ক্রেতা তখন প্রসেসর, র্যাম, গ্রাফিক্স, ডিসপ্লে এবং অন্যান্য ফিচারগুলো কেমন তা বিবেচনায় আনেন৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ল্যাপটপের জন্য আপনার বাজেট কত সেটাও এক্ষেত্রে বিবেচ্য৷ ক্রেতা যদি ল্যাপটপের স্পেসিফিকেশন সম্মন্ধে জ্ঞাত না হয়, তাহলে তিনি হয়তো অর্থ বাচাতে গিয়ে অপেক্ষাকৃত কম ফিচারসম্মৃদ্ধ ল্যাপটপটি কিনবেন নয়তো অযথা বেশি টাকা খরচ করবেন৷ তাই ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে একজন ক্রেতাকে অবশ্যই ল্যাপটপ সম্পর্কিত বিস্তারিত জ্ঞান অর্জনের পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ের উপর সম্মক ধারণা রাখতে হবে৷ বর্তমান বাজারে সহজলভ্য ও উচ্চগতিসম্পন্ন ল্যাপটপগুলো থেকে নিজের প্রয়োজনীয় ল্যাপটপটি ক্রয় করতে হলে যে কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে তার মধ্যে নিন্মোক্ত বিষয়াদি অন্যতম৷
হ্যাকারস,ক্র্যাকার
by dreamer |
0
মন্তব্য(গুলি)
হ্যাকার |
কাপড়ের দাগ তুলবেন যেভাবে?
৩০ জুন, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
কাপড়ের দাগ |
যেকোনো দাগ লাগলেই সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর সাবান, ডিটারজেন্ট ব্যবহার করুন।
যদি এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে যায়, তাহলে প্রথমে শুধু পানিতে চার-পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দাগটা হালকা হয়ে এলে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করুন।
সুতি কাপড়ের দাগ তুলতে কাপড় কাচার সোডা, ক্লোরিন ব্যবহার করতে পারেন।
কাপড়ে তেলজাতীয় দাগ লাগলে সেখানে পাউডার দিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন।
বর্ষায় প্রায়ই কাপড়ে দাগ লেগে যায়। সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয় না। খুব স্থায়ী হওয়ার আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর সাবান দিয়ে ঘষে নিন। এতেও না উঠলে লেবু বা ভিনেগার দিয়ে ঘষে রোদে মেলে দিন। দেখবেন রং উঠে গেছে।
নানান রঙ্গে রাঙ্গিয়ে তুলুন আপনার প্রিয় মোবাইল অথবা ল্যাপটপকে
২৪ জুন, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
স্কিন র্যাপ |
How to collect your facebook friends mail id?
২২ জুন, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
প্রথমে আপনার yahoo id দিয়ে address.yahoo.com এ লগিন করুন।লগিন করার পর দেখবেন পেজের মাঝে import your contacts from other accounts আছে সেখানে ক্লিক করুন।যদি না থাকে তাহলে tools এ ক্লিক করে import সিলেক্ট করুন।
কম্পিউটারের পূর্ন নিয়ন্ত্রন নিজের হাতে রাখুন windows SteadyState দ্বারা
১০ জুন, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
উইন্ডোজ SteadyState একটি নিরাপত্তা সফটওয়ার যা ইউজারদের সাথে কম্পিউটার শেয়ার করা এবং পরিচালনা করা এডমিনের জন্য সহজ করে।এর কাজগুলো হলঃ
কিভাবে আপনার ইমেইল ঠিকানা অনলাইনে নিরাপদে রাখবেন?
by dreamer |
0
মন্তব্য(গুলি)
ধরেন,আপনি নেটে ঘাটাঘাটি করতে করতে এমন একটি সাইট পেলেন যেখানে আপনি ইন্টারেস্টিং কোনো অফার পেলেন যা আপনি খুজতে ছিলেন।হতে পারে তা কোনো লাইসেন্স সহ ফ্রি সফটওয়্যার অথবা ফ্রি ইবুক ইত্যাদি।অফারটা সহজ আপনি আপনার ইমেইল ঠিকানা দিবেন তারা আপনাকে ডাউনলোড লিংক দিবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)