নোটঃ ইউএসবি ড্রাইভে মিনিমাম 8 গিগাবাইট(চার) জায়গা থাকতে হবে। আর অবশ্যই আপনার প্রয়োজনীয় ফাইল গুলো ব্যাকআপ করে নিন।বায়োস থেকে ইউএসবি কে বুট হিসেবে ঠিক করে নিন।
১।এজন্য আপনার লাগবে Windows7-USB-DVD-tool।না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।যদি উইন্ডোজ এক্সপি থেকে করতে চান তাহলে আর একটি সফটওয়্যার চাইতে পারে তা হল Image Mastering API।এটি ডাউনলোড করুন এখান থেকে।
ইউএসবি ড্রাইভ |
উইন্ডোজ ৭ |
৩।এই ধাপে আপনাকে মিডিয়া টাইপ ঠিক করতে হবে।এখানে আমরা বুটেবল ইউএসবি যেহেতু তৈরী করব তাই ইউএসবি ডিভাইস সিলেক্ট করুন।
উইন্ডোজ ৭ |
৪।আবার ড্রপ বক্স থেকে আপনার ইউএসবি ফ্লাস ড্রাইভ ঠিক করুন এবং বিগিন কপি বাটনে ক্লিক করুন।
উইন্ডোজ ৭ |
৫।এখন অপেক্ষা করুন ইউএসবি বুটেবল উইন্ডোজ ৭ তৈরী হওয়া পর্যন্ত।
৬।ইউএসবি উইন্ডোজ ৭ তৈরী হওয়া শেষ হলে কম্পিউটার রিস্টার্ট দিয়ে ইন্সটল দিয়ে ফেলুন উইন্ডোজ ৭ নরমালি যেভাবে আমরা সিডিরম থেকে দেই।
ইউএসবি ড্রাইভ থেকে উইন্ডোজ ৭ সেটআপ |
নোটঃ ইউএসবি থেকে বুট না হলে Esc অথবা F12 (কারো ক্ষেত্রে বাটন ভিন্ন হতে পারে) চাপেন তাহলে বুট মেন্যু দেখাবে সেখান থেকে ইউএসবি ফ্লাস ড্রাইভ ঠিক করে Enter চাপুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন