নিচের কয়েকটি ধাপে তা সহজে দেখানো হলঃ
১.কোন ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তা ঠিক করে নিন।
২.কোন ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তা ঠিক করে নিন।
৩.কি পরিমান খালি জায়গা আপনার দরকার তা বের করে নিন।
এখন এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর খুলুন।মেইন উইন্ডোতে বামপাশের সাইডবারে “increase free space” ক্লিক করুন।
যে ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তাতে ক্লিক করুন।
এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর |
আমি এফ(F) ডাইভ সিলেক্ট করেছি।এখানে আমি মুভি জমা রাখি।
এবার যে ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তাতে টিক দিন।তারপর নেক্সট এ ক্লিক করুন।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।এই ধাপে আপনাকে দেখাবে ড্রাইভের মিনিমাম স্পেস(যে ড্রাইভের জায়গা বাড়াবেন তার অরিজিনাল স্পেস) এবং ড্রাইভের ম্যাক্সিমাম স্পেস “(যে ড্রাইভের জায়গা বাড়াবেন তার অরিজিনাল স্পেস+ সোর্স ড্রাইভের ফ্রী স্পেস[যে ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন])”।আমি পরামর্শ দিব ড্রাইভের সম্পূর্ন স্পেস না নিয়ে ৫-৬ জিবি স্পেস বাড়াতে।তাতে সোর্স ড্রাইভের ফ্রী স্পেস নিয়েও ভবিষ্যতে সমস্যা হবে না।উদাহরনঃ ডাইভের জায়গা যদি ৪৫ জিবি হয় তাহলে তা বাড়িয়ে ৫০ জিবি করা যেতে পারে।আর যদি আপনার হার্ডডিস্কে যথেস্ট জায়গা থাকে তা হলে ইচ্ছেমত জায়গা বাড়ানো যেতে পারে।টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের হার্ডডিস্কে যথেষ্ট পরিমান জায়গা নেই।
এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর |
এখন আপনি ফিনিশ এ ক্লিক করার সাথে সাথে কোনো প্রসেস ছাড়াই মেইন উইন্ডোতে চলে যাবে।এক্রোনিজ আপনার অপারেশনকে পেন্ডিং রাখবে যাতে আপনি অন্য কোন পার্টিশনের স্পেস বাড়াতে,কমাতে পারেন।
এখন মেইন উইন্ডোতে ফ্লাগ বাটনে ক্লিক করুন।
অ্যাক্রোনিস ডিস্ক ডিরেক্টর |
এখন যে উইন্ডো খুলবে তাতে ‘প্রোসিড’ বাটনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক বাকী কাজ শেষ হয়ে রিস্টার্ট নিবে।রিস্টার্ট শেষে কম্পিউটার উপেন হলে মাই কম্পিউটার খুলে ড্রাইভ স্পেস চেক করুন দেখবেন যে ড্রাইভের স্পেস বাড়িয়েছিলেন তা আপনার চাহিদা মত বেড়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন