msconfig |
২।উপেন my computer >রাইট ক্লিক সি ড্রাইভ(C:)>সিলেক্ট properties.এখন allow indexing service to index লেখার পাশ থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।ok তে ক্লিক করে বের হয়ে আসুন। দ্রুত সার্চের জন্য ইন্ডেক্স সার্ভিস সি ড্রাইভকে ব্যস্ত রাখে।ফলে পিসি ধীর হয়ে যায়।
৩। রাইট ক্লিক my computer>properties সিলেক্ট করুন।ক্লিক এডভান্স ট্যাব।তার পর performance এর পাশে setting এ ক্লিক করুন।এখন performance options উইন্ডো খুলবে।সেখান থেকে visual effects এ কি কি অপশন ব্যবহার করতে চান তা ঠিক রেখে বাকি গুলোর পাশ থেকে টিক চিহ্ন উঠিয়ে ok তে ক্লিক করে বের হয়ে আসুন।
৪।রাইট ক্লিক my computer>properties সিলেক্ট করুন।ক্লিক এডভান্স ট্যাব।তার পর performance এর পাশে setting এ ক্লিক করুন।এখন performance options উইন্ডো খুলবে।এখানে visual effects এর পাশে এডভান্স ট্যাবে ক্লিক করুন।এখান থেকে virtual memory>change এ ক্লিক করে total page file size বাড়িয়ে নিতে পারেন।এর ফলে পিসি দ্রুত চলবে।
৫।start>run এ গিয়ে টাইপ করুন %temp% ক্লিক ok।এখন উইন্ডীজের টেম্পরারি ফাইল জমা হওয়ার ফোল্ডার খুলবে।কীবোর্ডের crtl+a চেপে সব ফাইল একসাথে সিলেক্ট করুন তারপর shift+del চেপে ডিলিট করুন।
%temp% |
৬।এছাড়া পিসিতে স্পাইওয়্যার থাকলেও পিসি স্লো চলতে পারে।তাই স্পাইওয়্যার রিমুভার টুল ব্যবহার করে পিসি স্পাইওয়্যার মুক্ত রাখুন।
৭।নিয়মিত ডিক্স ডিফ্রাগমেন্ট করুন।start>all programs>accessories>system tools>disc digfragmenter.
৮।পিসিতে প্রচুর প্রোগ্রাম চলার কারনে র্যামের মেমরী লোড হয়ে থাকে।র্যামের মেমরী ক্লিন করতে Memory Clean প্রোগ্রামটা ব্যবহার করতে পারেন।
মেমরী ক্লিন |
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন