ফ্রী বাংলা টিপস এন্ড ট্রিক্স

RSS
  • প্রথম পাতা
  • মুভি
  • ফ্রী এন্টিভাইরাস

কাপড়ের দাগ তুলবেন যেভাবে?

৩০ জুন, ২০১০ by dreamer | 0 মন্তব্য(গুলি)
Image and video hosting by TinyPic
কাপড়ের দাগ
সাবধানে চলাফেরা করার পরও কোন ফাঁকে যে কাপড়ে দাগ লেগে গেল বুঝতেই পারলেন না। কীভাবে তুলবেন এ দাগ জানেন না। তবে আগে দেখেন, কোন উৎস থেকে দাগ লেগেছে। পরনের পোশাকটি কোন তন্তুর,কোন রঙের, সেটাও দেখতে হবে।

 যেকোনো দাগ লাগলেই সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর সাবান, ডিটারজেন্ট ব্যবহার করুন।
 যদি এক কাপড়ের রং আরেক কাপড়ে লেগে যায়, তাহলে প্রথমে শুধু পানিতে চার-পাঁচ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর দাগটা হালকা হয়ে এলে সাবান, ডিটারজেন্ট ব্যবহার করুন।
 সুতি কাপড়ের দাগ তুলতে কাপড় কাচার সোডা, ক্লোরিন ব্যবহার করতে পারেন।
 কাপড়ে তেলজাতীয় দাগ লাগলে সেখানে পাউডার দিয়ে রাখুন। পরে ধুয়ে ফেলুন।
 বর্ষায় প্রায়ই কাপড়ে দাগ লেগে যায়। সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয় না। খুব স্থায়ী হওয়ার আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর সাবান দিয়ে ঘষে নিন। এতেও না উঠলে লেবু বা ভিনেগার দিয়ে ঘষে রোদে মেলে দিন। দেখবেন রং উঠে গেছে।

 রক্তের দাগ লাগলে আমরা অনেক সময় গরম পানি ব্যবহার করি। এতে দাগ স্থায়ী হয়। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 কাপড়ে চায়ের দাগ বা অন্য কোনো দাগ লাগলে তরল দুধ দিয়ে ধুয়ে ফেললেও দাগ উঠে যাবে।
 সুতি কাপড়ে কলমের কালির দাগ তুলতে লঘু অক্সালিক এসিড দিয়ে অ্যামোনিয়া দ্রবণে ধুয়ে নিতে হবে। অ্যামোনিয়ার পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন।
 রেশম, পশম, সিল্ক কাপড়ে কালির দাগ লাগলে অ্যাসিটিক এসিডের দিয়ে অক্সালিক এসিডে ধুয়ে নিতে হবে। তবে মনে রাখবেন যদি সাবান পানি দিয়ে দাগ না ওঠে, তবেই এটি ব্যবহার করবেন।
 এ ছাড়া মেথিলেটেড স্পিরিট তুলায় নিয়ে দাগের জায়গায় ঘষলে দাগ উঠে যাবে।
 দাগ কখনোই এলোমেলোভাবে ঘষে তোলা উচিত নয়। তুলা বা স্পঞ্জে দাগ তোলার উপাদান নিয়ে বৃত্তাকারে ঘষবেন। তাহলে দাগ চারপাশে ছড়িয়ে পড়বে না।
 বাড়িতে বিপত্তি মনে হলে ভালো কোনো লন্ড্রির শরণাপন্ন হতে পারেন।

সংগ্রহঃ প্রথম আলো

টিপস

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
free counters

জনপ্রিয় পোস্ট

Labels

  • অপেরা ইউনাইট (1)
  • ইউএসবি ড্রাইভ (3)
  • ইলেক্ট্রনিক্স (1)
  • ইসেট (1)
  • উইন্ডোজ (1)
  • উইন্ডোজ ৭ (1)
  • এক্রোনিস (1)
  • এনক্রিপ্ট (1)
  • এন্টিভাইরাস (1)
  • টিপস (8)
  • ট্রিক্স (4)
  • ডাইভফিক্স++ (1)
  • ডাকটিকিট (1)
  • ডোমেইন (1)
  • ড্রাইভ (1)
  • পার্টিশন (1)
  • পিসি ট্রাবলশুটিং (2)
  • ফেসবুক (1)
  • ফ্রী (2)
  • বিউটি টিপস (1)
  • মাংস কাটার যন্ত্র (1)
  • মোবাইল (1)
  • ল্যাপটপ (1)
  • সনদ (1)
  • সাবটাইটেল (1)
  • সিকিউরিটি (5)
  • হ্যাকার (1)
  • ARTISTEER (1)
  • divfix++ (1)
adf.ly - shorten links and earn money!

ব্লগ সংরক্ষাণাগার

  • ►  2011 (5)
    • ►  এপ্রিল (1)
    • ►  মার্চ (1)
    • ►  ফেব্রুয়ারী (1)
    • ►  জানুয়ারী (2)
  • ▼  2010 (24)
    • ►  ডিসেম্বর (10)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  সেপ্টেম্বর (2)
    • ►  আগস্ট (1)
    • ►  জুলাই (4)
    • ▼  জুন (5)
      • কাপড়ের দাগ তুলবেন যেভাবে?
      • নানান রঙ্গে রাঙ্গিয়ে তুলুন আপনার প্রিয় মোবাইল অথ...
      • How to collect your facebook friends mail id?
      • কম্পিউটারের পূর্ন নিয়ন্ত্রন নিজের হাতে রাখুন wind...
      • কিভাবে আপনার ইমেইল ঠিকানা অনলাইনে নিরাপদে রাখবেন?
Copyright © 2010 ফ্রী বাংলা টিপস এন্ড ট্রিক্স