ফ্রী বাংলা টিপস এন্ড ট্রিক্স

RSS
  • প্রথম পাতা
  • মুভি
  • ফ্রী এন্টিভাইরাস

হ্যাকারস,ক্র্যাকার

১৭ জুল, ২০১০ by dreamer | 0 মন্তব্য(গুলি)
Image and video hosting by TinyPic
হ্যাকার
হ্যাকারস : কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কের মাধ্যমে অনুমোদন ছাড়া ডাটাবেসে প্রবেশের জন্য অবৈধ পথ যারা খোঁজে তাদেরকেই হ্যাকার বলা হয়৷ অভিজ্ঞদের মতে, তাদের প্রধান কাজ হচ্ছে, কম্পিউটার সিস্টেমের পরীক্ষা নেওয়া এবং কার্যপ্রণালী সতর্কতার সাথে দেখা, ব্যবহারকারীদের নির্দেশ করা৷ একই সাথে তারা উত্‍পাদনকারীদের প্রস্তাব দেয় যে, কিভাবে এটি পার করা সম্ভব৷ তারা খুবই বুদ্ধিমান ব্যবহারকারী হ্যাকার বুঝতে পারে যে, কোনটা ঘটনাক্রমে অথবা কোনটা উদ্দেশ্যমূলকভাবে লুকানো৷ উদাহরণস্বরূপ, স্পাইং এর জন্য অনেক প্রোগ্রাম লুকানো থাকতে পারে৷ হ্যাকাররা গোপনীয়তার প্রতি কৌতূহলী৷ যার গোপনীয়তা ভয়ের মুখে থাকে হ্যাকাররা তা পছন্দ করে না৷ তারা মনে করে, প্রত্যেকে অবশ্যই সমান হবে এবং সেই জন্য সময়কে পরিচালনা করা, মতের অমিলগুলোকে সমর্থন করা এবং সমস্যাগুলোকে সমাধান করা উচিত৷ অবৈধভাবে ডাটাবেসে প্রবেশ করা অপরাধ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীর জন্য ক্ষতিকর হতে পারে৷
অবশ্য বর্তমানে কিছু গঠনমূলক হ্যাকার রয়েছে, যাদের বলে এর লিডাররা ব্যাখ্যা করে যে, কাজ শুরু করতে ব্যবহারকারীরা তাদের জ্ঞানকে ব্যবহার করে না, কিন্তু শুধুমাত্র অপারেটিং সিস্টেম গভীরভাবে এটা পরীক্ষা করতে পারে৷ তারা বলে এক্ষেত্রে কমপক্ষে সর্বজন নিবেদিত বিজ্ঞপ্তি দিতে হবে যাতে ব্যবহারকারীরা সময়মতো নিজেদের রক্ষা করতে পারে৷ আমরা জানি যখন হ্যাকিং হয় তখন বিভিন্ন ঘটনা ঘটে, একই সময়ে একটি সংগঠনের ইনফরমেশন সিস্টেমগুলো পরীক্ষা করা হয়৷ হ্যাকাররা তাদের নানা বিষয় প্রস্তাব করে যাতে সংকীর্ণতা দূর করা যায় এবং পরিচালকমন্ডলী প্রচুর পরিমানে অর্থ সংগ্রহ করতে পারে৷ হ্যাকারস কম্পিউটার এবং অপারেটিং সিস্টেমের ক্ষতিসাধন করে না৷

ক্র্যাকার : ক্র্যাকারস হচ্ছে মারাত্মক অপরাধী যারা সিস্টেমের ক্ষতি ঘটায়৷ তারা খুব বুদ্ধিমান কিন্তু হ্যাকারস এর মত নয়৷ তারা ভাইরাস এবং ট্রোজানস লেখে, ক্ষতি করার জন্য প্রবেশ করে৷ কিছু ইনফরমেশন পাওয়ার জন্য প্রধানত ওয়েবসাইটের হোমপেজ পরিবর্তন করে, সিস্টেমে প্রবেশ করে৷

ফ্রিকারস : সাইবার অপরাধীদের তৃতীয় দল হচ্ছে ফ্রিকার (ফোন+ব্রেক=ফ্রিক)৷ তারা টেলিফোন বিলের প্রদত্ত অর্থ এড়ানোর জন্য ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে৷ তারা গেইনিং একসেসস কোডের মাধ্যমে ইনফরমেশন বা তথ্য চুরি করে৷ কিংবা অন্য ব্যবহারকারীর ওপর চাপিয়ে দেয়৷

কার্ডারস : কার্ডারস অপরাধীরা অন্য লোকের ক্রেডিট কার্ড ব্যবহার করে তাদের বিলগুলো পরিশোধ করে৷

কালেক্টরস : কালেক্টর বিভিন্ন সফট্ওয়্যার কোডস সংগ্রহ করে এবং ব্যবহার করে৷ প্রাইভেট কোম্পানীগুলোর নাম্বার এবং কোড দিয়ে গ্লোবাল নেটওয়ার্কে প্রবেশ করে৷

সাইবার ক্রোস : সাইবার ক্রোস অপরাধী যারা অনুমোদন ছাড়া কম্পিউটার এবং ব্যাংক সম্বন্ধীয় সিস্টেম একাউন্টসের গোপন নাম্বার এবং মূল্যবান তথ্য চুরি করে৷ প্রায়ই তারা তথ্য সেল করতে সক্ষম হয়৷

কম্পিউটার পাইরেট : লাইসেন্সড সফট্ওয়্যারের অবৈধভাবে ক্র্যাকিং প্রটেক্টেড সিস্টেমের জন্য অসাধারণ হচ্ছে কম্পিউটার পাইরেটস৷ ইনফরমেশনকে বিক্রি করে একটি মূল্য লাভ করে, যা কিনা উত্‍পাদনকারীর দামের থেকে উল্লেখযোগ্য পরিমাণে কম৷

লেমার : কম্পিউটার অপরাধীদের আরেকটি দল যারা অপর ব্যাক্তির ক্ষতি ঘটায় এবং ধারণা করা হয় সেটা লেমার৷ হ্যাকার এবং ক্র্যাকার এর মত নয়, লেমাররা খুব বেশি চতুর নয়৷ তারা কোন কিছুই উত্‍পত্তি করতে পারে না, কিন্তু ক্র্যাকারস এর প্রোডাক্ট ব্যবহার করতে পারে৷ লেমাররা সাধারণত কিডস যারা যে কোন তথ্য পেতে অথবা যে লোকের ডাটা ধংস করতে ট্রোজানের ব্যবহার করতে ভাইরাসেস এবং এক্সপ্লয়টের জন্য যে কোন লোকের সিস্টেমকে ভেঙ্গে প্রবেশ করে৷ তাদের অনেকেই জানে না এসব কাজ কিভাবে হচ্ছে৷ কিন্তু আমরা প্রোডাক্ট ব্যবহারের উপর বলতে পারি যে, ক্র্যাকার সাধারণ ব্যবহারকারীদের ক্ষতি করে৷ তবে বেশিরভাগ ক্ষতিই হয় খেয়ালের অভাবে৷

সংগ্রহঃ মাসিক ইবিজ

হ্যাকার

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
free counters

জনপ্রিয় পোস্ট

Labels

  • অপেরা ইউনাইট (1)
  • ইউএসবি ড্রাইভ (3)
  • ইলেক্ট্রনিক্স (1)
  • ইসেট (1)
  • উইন্ডোজ (1)
  • উইন্ডোজ ৭ (1)
  • এক্রোনিস (1)
  • এনক্রিপ্ট (1)
  • এন্টিভাইরাস (1)
  • টিপস (8)
  • ট্রিক্স (4)
  • ডাইভফিক্স++ (1)
  • ডাকটিকিট (1)
  • ডোমেইন (1)
  • ড্রাইভ (1)
  • পার্টিশন (1)
  • পিসি ট্রাবলশুটিং (2)
  • ফেসবুক (1)
  • ফ্রী (2)
  • বিউটি টিপস (1)
  • মাংস কাটার যন্ত্র (1)
  • মোবাইল (1)
  • ল্যাপটপ (1)
  • সনদ (1)
  • সাবটাইটেল (1)
  • সিকিউরিটি (5)
  • হ্যাকার (1)
  • ARTISTEER (1)
  • divfix++ (1)
adf.ly - shorten links and earn money!

ব্লগ সংরক্ষাণাগার

  • ►  2011 (5)
    • ►  এপ্রিল (1)
    • ►  মার্চ (1)
    • ►  ফেব্রুয়ারী (1)
    • ►  জানুয়ারী (2)
  • ▼  2010 (24)
    • ►  ডিসেম্বর (10)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  সেপ্টেম্বর (2)
    • ►  আগস্ট (1)
    • ▼  জুলাই (4)
      • ডোমেইন কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন
      • বর্ষায় বৈদ্যুতিক যত্নের যত্ন
      • How to buy a lappy?
      • হ্যাকারস,ক্র্যাকার
    • ►  জুন (5)
Copyright © 2010 ফ্রী বাংলা টিপস এন্ড ট্রিক্স