কারো মাধ্যমে না কিনে সরাসরি অথরাইজড রিসেলার প্রতিষ্ঠান থেকে রেজিষ্ট্রেশন করুন।
রেজিষ্ট্রেশন কৃত ডোমেইন কেনার সময় আপনার মালিকানার প্রমান স্বরুপ কাগজ পত্র বুঝে নিন।
রেজিষ্ট্রেশনের সময় ডোমেইনের সিপ্যানেলের ইউজার নেম ও পাসওয়ার্ড বুঝে নিন।
whois রেকর্ডে ডোমেইনের মালিক হিসেবে আপনার নাম দেখাচ্ছে কিনা তা সার্চ করে দেখুন।
.bd ডোমেইন রেজিষ্ট্রেশন করার জন্য বিটিসিএল অফিসে যোগাযোগ করুন।
ডোমেইন সার্চ করার জন্য ভিজিট করুন-whois.com,godaddy.com ইত্যাদি।
বর্ষায় বৈদ্যুতিক যত্নের যত্ন
২১ জুল, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)
ইলেক্ট্রনিক্স |
নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রের তালিকায় রয়েছে, রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা প্রভৃতি।
বর্ষাকালে সাধারণত রেফ্রিজারেটরের বাইরের আবরণ ঘেমে যায়। এই ঘাম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর যেহেতু আবহাওয়া কিছুটা ঠান্ডাই থাকে, তাই ফ্রিজের ভেতরের তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে হবে।
ফ্রিজের নিচের দিকে স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। এ জন্য এর নিচে শক্ত কোনো কাগজ, কাঠ কিংবা টুল-জাতীয় কিছু দেওয়া যেতে পারে, যাতে মেঝের স্যাঁতসেতে ভাবের কোনো প্রভাব এর ওপর না পড়ে।
দেয়াল ভেজা বা স্যাঁতসেঁতে থাকার কারণে বর্ষাকালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে পাওয়ার লাইন থেকে দুর্ঘটনা ঘটতে পারে।

How to buy a lappy?
১৭ জুল, ২০১০ by dreamer |
0
মন্তব্য(গুলি)

হ্যাকারস,ক্র্যাকার
by dreamer |
0
মন্তব্য(গুলি)
হ্যাকার |

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)