যেমনঃকোনো বন্ধু হয়তো কোনো ফাইল নিতে এসে সাথে পার্সোনাল ডকুমেন্টটাও নিয়া গেল অথবা
কোনো কারনে আপনি হার্ড ডিক্স চেঞ্জ করলেন কিন্তু পার্সোনাল ডকুমেন্ট ডিলিট করার কথা মনে ছিল না ইত্যাদি নানা উপায়ে পার্সোনাল ডকুমেন্ট খোয়া যায় এবং আপনি হন ব্ল্যাক মেইলিঙয়ের শিকার।শুধু আপনি একটু সচেতন হলেই এধরনের ঘটনা এড়াতে পারেন।আপনি আপনার পার্সোনাল ডকুমেন্ট এনক্রিপ্ট বা লক করে রাখতে পারেন।কারো সাধ্য নাই তা ডিক্রিপ্ট করে।যদি না পাসওয়ার্ড জানে।
পার্সোনাল ডকুমেন্টকে এনক্রিপ্ট করে রাখার নানা সফটওয়্যার পাওয়া যায় তার মধ্যে একটি হল এক্সক্রিপ্ট।এটি ওপেনসোর্স মানে এটি ব্যবহার করতে আপনাকে কোনো টাকা প্রদান করতে হবে না।কিভাবে এটি ব্যবহার করবেন তা নিচে দেখিয়ে দিচ্ছিঃ-
এনক্রিপ্ট ১ |
যে ফাইলটি এনক্রিপ্ট করবেন তার উপর রাইট ক্লিক করুন ।তারপর মেন্যু থেকে Axcrypt>Encrypt সিলেক্ট করুন।এখন Enter passphrase আপনার কাংখিত পাসওয়ার্ড দিন এবং varify passphraseএ সেই একি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে ok করুন।
এনক্রিপ্ট ২ |
দেখুন আপনার ফাইলটি এনক্রিপ্ট হয়ে গিয়েছে।এখন যদি আপনি ফাইটি আবার ডিক্রিপ্ট করতে চান তাহলে ফাইলে ডাবল ক্লিক করে আপনার সেই পাসওয়ার্ডটি দিয়ে ok করুন।তাহলে ডিক্রিপ্ট হয়ে যাবে।
এনক্রিপ্ট ৩ |
এক্সক্রিপ্ট দিয়ে আপনি যে কোনো ফাইল এনক্রিপ্ট করতে পারবেন।ছোট ফাইল এনক্রিপ্ট করাই ভাল কারন বড় ফাইল যেমনঃভিডিওকে এনক্রিপ্ট করতে গেলে যেমন অনেক সময় লাগবে তেমনি ডিক্রিপ্ট করতে গেলেও অনেক সময় দরকার হবে।
ডাউনলোডঃ
এখান থেকে বা গুগল মাইরা ডাউনলোড করতে পারেন।
http://u.bb/295311/axcrypt
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন