প্রতিদিন শিক্ষা বোর্ডে অনেকে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। কেউ সনদ তুলতে, কেউ বা হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া সনদ পুনরায় তুলতে। কেউ আসেন ভুল সংশোধন করতে। সেটি নামের ভুল হতে পারে, হতে পারে জন্মতারিখের ভুলও। চলুন জেনে নিই শিক্ষা বোর্ড থেকে আপনি আপনার সনদ কখন পাবেন? কোথায় পাবেন? খরচাপাতিই বা কেমন পড়বে ইত্যাদি। এসব তথ্য জানালেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) তপন কুমার সরকার।
একাডেমিক ট্রান্সক্রিপট
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করলে আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে (যে বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন) একটি নম্বরপত্র পাবেন। এখন এটি একাডেমিক ট্রান্সক্রিপট নামে পরিচিত। এই সনদে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর উল্লেখ থাকে। একাডেমিক ট্রান্সক্রিপট পরীক্ষার ফল প্রকাশের ১০ থেকে ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। সেখান থেকে শিক্ষার্থীদের তা তুলে নিতে হয়। এ জন্য শিক্ষার্থীকে কোনো ফি দিতে হয় না। তবে খরচ বাবদ পরীক্ষার ফরম পূরণের সময় ৩৫ টাকা বোর্ড নিয়ে থাকে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)