ফ্রী বাংলা টিপস এন্ড ট্রিক্স

RSS
  • প্রথম পাতা
  • মুভি
  • ফ্রী এন্টিভাইরাস

কিভাবে ফোল্ডার নিরাপদ রাখবেন?

১ জানু, ২০১১ by dreamer | 0 মন্তব্য(গুলি)
আমাদের সবার পিসিতেই গুরুত্বপূর্ন ডকুমেন্ট থাকে।তাই গুরুত্বপূর্ন ডকুমেন্ট এর নিরাপত্তা নিয়েও আমাদের টেনশন বেশী।সবাই চায় তার নিজস্ব তথ্যাদি নিরাপদ থাকুক।নিজস্ব তথ্যাদি নিরাপদ রাখতে পিসিতে সিকিউরিটি দেওয়াও জরুরী।আর ফোল্ডারকে নিরাপত্তা দেওয়ার একটি সফটয়্যার হল x2y।এটি দেশি ডেভেলপারের বানানো একটি ফ্রী সফটয়্যার।আর এটি ফোল্ডারকে নিরাপদ রাখে।সফটয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।

x2y
ইন্সটল করার পর চালু করুন।x2y paltinum উইন্ডো ওপেন হলে protectionএ ক্লিক করুন।

x2y
এখন যে উইন্ডো ওপেন হবে তাতে আপনি যে ফোল্ডার লক করতে চান তা সিলেক্ট করুন।

যেমন আমি [E:\MOVIE] ইঃ ড্রাইভের মুভি ফোল্ডারটিকে লক করব।মুভি ফোল্ডারটি সিলেক্ট করে তাতে ডাবল ক্লিক করুন।


এখন দেখবেন পাসওয়ার্ড ফিল্ড খুলবে।পাসওয়ার্ড ফিল্ড ইচ্ছামত পাসওয়ার্ড দিন।আবার ইচ্ছে করলে সিকিউরিড়ি প্রশ্ন ও ঠিক করে দিতে পারেন।


বাম দিকে নিচে দেখবেন printers,control panel,schedule task,internet shortcut etc নামে ট্যাব আছে।তা থেকে যে কোন একটি ঠিক করুন।


ট্যাব গুলো কিন্তু গুরুত্বপূর্ণ।কারন আপনি পাসওয়ার্ড দিয়ে ফোল্ডার লক করার পর কেউ যদি ফোল্ডার খুলার জন্য তাতে ডাবল ক্লিক করে তাহলে সরাসরি আপনি যেটা ঠিক করে দিয়েছিলেন তা খুল্বে।ধরুন আপনি কন্ট্রোল প্যানেল ঠিক করে দিয়েছিলেন।তাহলে ডাবল ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল প্যানেল খুল্বে।কেউ আপনার ফোল্ডারে ঢুকতে পারবে না।


সিকিউরিটি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা: মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
free counters

জনপ্রিয় পোস্ট

Labels

  • অপেরা ইউনাইট (1)
  • ইউএসবি ড্রাইভ (3)
  • ইলেক্ট্রনিক্স (1)
  • ইসেট (1)
  • উইন্ডোজ (1)
  • উইন্ডোজ ৭ (1)
  • এক্রোনিস (1)
  • এনক্রিপ্ট (1)
  • এন্টিভাইরাস (1)
  • টিপস (8)
  • ট্রিক্স (4)
  • ডাইভফিক্স++ (1)
  • ডাকটিকিট (1)
  • ডোমেইন (1)
  • ড্রাইভ (1)
  • পার্টিশন (1)
  • পিসি ট্রাবলশুটিং (2)
  • ফেসবুক (1)
  • ফ্রী (2)
  • বিউটি টিপস (1)
  • মাংস কাটার যন্ত্র (1)
  • মোবাইল (1)
  • ল্যাপটপ (1)
  • সনদ (1)
  • সাবটাইটেল (1)
  • সিকিউরিটি (5)
  • হ্যাকার (1)
  • ARTISTEER (1)
  • divfix++ (1)
adf.ly - shorten links and earn money!

ব্লগ সংরক্ষাণাগার

  • ▼  2011 (5)
    • ►  এপ্রিল (1)
    • ►  মার্চ (1)
    • ►  ফেব্রুয়ারী (1)
    • ▼  জানুয়ারী (2)
      • কিভাবে করাপ্ট avi ফাইল ঠিক করবেন?
      • কিভাবে ফোল্ডার নিরাপদ রাখবেন?
  • ►  2010 (24)
    • ►  ডিসেম্বর (10)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  সেপ্টেম্বর (2)
    • ►  আগস্ট (1)
    • ►  জুলাই (4)
    • ►  জুন (5)
Copyright © 2010 ফ্রী বাংলা টিপস এন্ড ট্রিক্স