ঈদে মাংসের নানা রকম খাবার তৈরি হবেই। তবে তার আগে প্রয়োজন নির্দিষ্ট আকারে মাংস টুকরো করে কেটে নেওয়া। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন চপার (মাংসের কিমা করার জন্য), স্লাইসার (মাংস টুকরা করে কাটার জন্য), চপার ব্লেন্ডার (মাংস ব্লেন্ড করার জন্য), ছুরি, শিক, বারবিকিউ মিনসার (বিভিন্ন ধরনের আকারে মাংস কিমা করা যায়), গ্রিল (যেকোনো ধরনের কাবাব করার জন্য), ফুড প্রসেসর (মাংস কিমা এবং সবজি কাটা যায়), হ্যামার, ইলেকট্রিক গ্রিল, চারকোল, কাঁচি, দা, বঁটি, চপার বোর্ড (শিক কাবাব করার জন্য)—এসব সামগ্রী।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)